৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা সদর, মুরাদ মুন্সীর হাট, রেলভিটসহ পৌর এলাকায় রাস্তা দখল করে দোকান বসানো, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ী চলাচল, ফুটপাত দখল, বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না রাখা ও পেঁয়াজের অযথা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক। বৃহস্পতিবার ৩ অক্টোবর সকাল ১১টায় বোয়ালখালী উপজেলায় অভিযান পরিচালনা করার সময় নুরুল আলমকে ৫ হাজার (আল-মদিনা সুপার মার্কেট), আব্দুল হালিমকে ২ হাজার (তুলাতল), আব্দুল কাদেরকে ১৫ হাজার (মুন্সির হাট), মাহমুদুর রহমানকে ৫ হাজার (মুন্সির হাট), লোকমানকে ২ হাজার (মুন্সির হাট), মোহাম্মদ সুমনকে ৫ হাজার (মুন্সির হাট), মোরশেদুল আলমকে ৫ হাজার (মুন্সির হাট), শাহীন ৫শ, তাহের ৫শ, নুরুল আমিন ২শ, রাশেদ ২শ টাকা ব্যবসায়ী, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, অবৈধ পার্কিংকারী চালকসহ ১১ টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা, ১টি মোটরসাইকেল জব্দ ও সরজমিনে ব্যবসায়ীদের ৫৫-৬০ টাকায় প্রতি কেজি পেয়াজ বিক্রির নির্দেশ দেন তিনি। বোয়ালখালীর কোনো জায়গায় অনিয়মের খবর পেলে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক নিশ্চিত করে বলেন, গোমদন্ডী এবং মুরাদ মুন্সির হাটে যানজট নিরসনে ভ্রামামাণ আদালত পরিচালনা করার সময় ১১টি মামলায় প্রায় ৪০ হাজার টাকা জরিমানা এবং কাগজপত্র বিহীন গাড়ী জব্দ করা সহ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মুরাদ মুন্সির হাটে পেঁয়াজের মূল্য বেশী নেওয়া সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ৫জন ব্যবসায়ীকে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।