বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতে নাম এজাহার মিয়া (২৭)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি।
এদিকে, এ ঘটনার পর জেলা পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত থাকা উপ-পরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ রায়হান ও তার বোনের স্বামীকে মঙ্গলবার ২২ অক্টোবর আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা গনমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার পর প্রথমে রায়হানের বোনের স্বামীকে আটক করা হয়। রায়হান প্রথমে পালিয়ে গেলেও তাকেও আমরা হেফাজতে নিয়েছি।
এ বিষয়ে এজহারের পরিবারের সদস্যরা জানান, গত তিনদিন আগে বাসা থেকে এসআই রায়হানের বোনের মোবাইল চুরির ঘটনায় এজাহারকে সন্দেহ করা হয়। এর জের ধরে এজাহারের ঘরে গিয়ে মোবাইল ফেরত অথবা তাকে তুলে দিতে বলেন এসআই রায়হান।
সোমবার রাত ১২টার দিকে এজাহার ঘরে ফিরলে তার শ্বশুর এসআই রায়হানকে খবর দেন। এরপর রায়হান এসে এজাহারকে নিয়ে তার বাসায় যান। সেখানে রায়হান ও তার বোনের স্বামী মিলে এজাহারকে মারধর করে। আঘাত ও জখম হওয়ার পর ভোরে একটি গাড়িতে করে এজাহারকে তার স্বজনদের কাছে নিয়ে যান রায়হান। তখন স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মিলে এজাহারের মরদেহ ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের সামনে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা।
Discussion about this post