৭১ বাংলাদেশ প্রতিবেদকঃনগরীর ছনখোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার আবু ইব্রাহিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত এক যুবককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের মাথা, বুক, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার এসআই মো. আমিনুল হক জানান, মেহের আফহাল স্কুলে প্রধান শিক্ষকের রুমে একই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলছিল। সভায় চলাকালীন সেখানে মহিউদ্দিন নামে এক যুবক যান। কোন একটি বিষয় নিয়ে ওই যুবকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জানাগেছে ঘটনায় জড়িতদের গ্রেফতারের অফিযান চলছে।