হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি: ১৩ অক্টোবর থেকেই সমুদ্র পাড়ের মানুষের সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘হাওয়া’। শুটিং চলছে একটানা ২৫ দিন।
মাছ ধরার ট্রলার কে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনী। এটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। গল্পের প্রয়োজনেই কক্সবাজার সেন্টমার্টিন ছবির দৃশ্যধারণ করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই।
শুটিং চলছিল সেন্টমার্টিন এর গভীর সমুদ্রে।
ঘূর্ণিঝড়ের কবলে সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেন্টমার্টিনে আটকা পড়েছেন ছবির নায়ক চঞ্চল চৌধুরীসহ শিল্পী ও নির্মাতাসহ পুরো টিম। গত পরশু থেকেই প্রতিকূল পরিবেশের মধ্যে আছে ‘হাওয়া’ টিম।
বৃহস্পতিবার থেকেই শুটিং বন্ধ রেখে হোটেল রুমে বসে থাকতে হচ্ছে তাদের। এদিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কেয়ারি ক্রুজ, দ্যা আটলান্টিক, এমভি ফারহাননামে ৩টি জাহাজ চলাচল ১নভেম্বার থেকে চলাচল শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।
যার কারণে দ্বীপ থেকে ভূখণ্ডে ফিরতে পারছেন না হাজারো পর্যটক।