হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি:: টেকনাফে RAB১৫ সদস্যরা হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে দেড় লক্ষ ইয়াবাসহ মাদক কারবারে জড়িত জুলেখা নামে এক মহিলাকে আটক করেছে।
জানা যায়, ১৭ নভেম্বর গভীর রাতে প্রায় আনুমানিক ১ টার দিকে র্যাব-১৫ এর টেকনাফে দায়িত্বরত (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকস দল নিজস্ব গোয়েন্দা সংবাদের তথ্য ভিত্তিতে লামার পাড়ার মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের বাড়িতে অভিযানে গেলে বেশ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি সুকৌশলে পালিয়ে যায়।
তবে, মাদক কারবারে জড়িত এক মহিলাকে আটক করতে সক্ষম হয়। পরক্ষণে র্যাব সদস্যরা বাড়িটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে।
যার বাজার মূল্য ৭ কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়। উক্ত ঘটনায় আটক মাদক কারবারি জুলেখার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান, RAB-১৫ টেকনাফ শাখার প্রধান লেফটেনেন্ট শাহেদ মির্জা মাহতাব।