মোঃ ফয়সাল এলাহীঃ চট্টগ্রাম নগরীতে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন বলে জানাগেছে সোমবার (২৬ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানার বালুছড়ার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাউজানের হলুদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. নান্টু (২৮), ফটিকছড়ির আজাদীয়া পাড়ার মো. বাবুলের ছেলে মো. রাকিব (২২) ও মো. জাশেদ (৩০)। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসাই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নতুনবাজার এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্টু ও রাকিব নামে ২ যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। পরে জাশেদ নামে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, হাটহাজারীগামী সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমূখী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা হয়েছে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
Discussion about this post