রাজশাহী প্রতিনিধিঃ দূর্গাপুরে পুলিশের এ এস আই’র বিরুদ্ধে ওয়ারেন্ট ছারা আটক করে ঘুষ দাবীতে পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের। রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন কিশমত হোযা গ্রামের মৃত আবেদের ছেলে কামালকে গত ৯ ডিসেম্বর দূর্গাপুর থানার এ এস আই মিন্টু কোন মামলা বা ওয়ারেন্ট ছারা গভীর রাতে আটক করে থানায় নিয়ে ছাড়ার কথা বলে ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিতে না পারায় কামালকে আদালতে প্রেরন করে।
এ বিষয় কামাল জানায়, গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে দূর্গাপুর থানায় কর্মরত এ এস আই মিন্টু, কামালকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে এ এস আই মিন্টু কামলকে ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবী করে। কামাল এ এস আই মিন্টু দাবীকৃত টাকা দিতে না পারায় পরের দিন ১০ ডিসেম্বর আদালত হাজির করে ।কামাল জানান পরে আদালত থেকে ছেড়ে দিলে আমি জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করি।
অপর দিকে রাজশাহী জেলা পুলিশ সুপার বরাবর কামালের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কিশমত গ্রামের মৃত আবেদের ছেলে কামাল হোসেনকে কোন কারন ব্যতিরেকে দূর্গাপুর থানায় কর্মরত এএসআই মিন্টু আটক করে থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে এএসআই মিন্টু কামলকে ছেড়ে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দাবী করে। কামাল এএসআই মিন্টু দাবীকৃত টাকা দিতে না পারায় পরের দিন ১০ ডিসেম্বর আদালত হাজির করে। আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক কামালের নামে কোন মামলা না থাকায় কামলকে ছেড়ে দেয়। কামালকে সেখান থেকে ছেড়ে দেয়ার পর তার নিজ বাড়ীতে চলে যায়। পরে কামাল দূর্গাপুর থানার এএসআই মিন্টুর প্রতিহিংসার শিকার হয়ে সামমান ও অর্থ হারানোর অভিযোগে বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ দায়ের করে।