৭১ বাংলাদেশ ডেস্কঃনাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মশিউর রহমান বাবলুসহ তিন জনকে পুলিশ আটক করেছে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে, তারা তাদের আটক করেনি, এটি তাদের নাটক!
আটককৃতদের পরিবাররের দাবি, সোমবার ভোর ৪টার দিকে গুরুদাসপুর থানার এসআই তারেকুল ইসলামের সহযোগিতায় রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা পুলিশ মশিউরকে তুলে নিয়ে যায়।
ওই সময় গুরুদাসপুর থানার ০২/০২-০৩-২০১৮ তারিখের মামলায় আটকের কথা জানায় পুলিশ। এর আগে তার ভাই সাবেন শাহ (৪৫) এবং ভাগিনা হাসাকে (৩০) ঢাকার একটি মেস থেকে আটক করা হয়।
আটকের পর আদাবর থানায় নাম লিপিবদ্ধ করে তাদের গুরুদাসপুর থানায় নেয়া হয়।
আটক বিএনপি নেতা মশিউরের স্ত্রী তানজিলা পারভীন জানান, ওই দিন ভোর ৪টায় তারা তার স্বামীকে তুলে নিয়ে যায়। ওই সময় পুলিশের গাড়িতে তার দেবর সাবেন শাহকে দেখেছেন।
সকালে মোহাম্মদপুর থানায় গেলে আদাবর থানায় খোঁজ নিতে বলে পুলিশ। আদাবর থানায় গেলে তাকে জানানো হয়, তাদের থানায় কোনো আসামি আসেনি। শঙ্কা নিয়ে সকালে গুরুদাসপুরের চাঁচকৈড় পুড়ানপাড়ার বাসায় আসেন তারা।
তিনি প্রশ্ন তোলেন, তার স্বামীকে আটকের তথ্য পুলিশ গোপন করছে কেন? তাকে গুম করা হয়েছে কিনা?
এদিকে, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাসের ভাষ্যমতে, ১৩ কোটি টাকা নিয়ে আত্মগোপনের রয়েছেন মশিউরের ভাই সাবেন শাহ। পুলিশ তাকে আটক করেনি। এটা নাটক ছাড়া কিছুই না। বিনপি নেতা আটক পাল্টাপাল্টি অভিযোগ