হোসেন মিন্টুঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ১৫ জানুয়ারী ২০২০ বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে পর্যটন এরিয়া দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ ( সিডিএ) টুরিস্ট পুলিশ এবং পতেঙ্গা মডেল থানা।
সিডিএ এর নিবাহী ম্যাজিস্টেট সাইফুল আলম চৌধুরী’ র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে অংশ নেন ইন্জিনিয়ার শরীফ, প্রজেক্ট ম্যানেজার রবিউল, টুরিস্ট পুলিশ পতেঙ্গা সাব জোনের ইনচার্জ মো সাজ্জাদ রোমন, পতেঙ্গা মডেল থানার হারুন উর রশীদ(ও সি তদন্ত) সহ সিএমপি, দামপাড়া পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ।
টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজোনের পুলিস সুপার মোঃ আপেল মাহমুদ কয়েক দিন পূর্বে পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শন কালে সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে বলেছেন, পর্যটন এরিয়ায় কোন অবৈধ স্থাপনা থাকবে না এবং এপর্যন্ত যা হয়েছে তা উচ্ছেদ করা হবে। অবৈধ দখল উচ্ছেদ ঠেকাতে কারও প্রভাবই খাটবে না।
অভিযানে বেলা ১ টা পর্যন্ত খাবার হোটেল, দোকান সহ মোট তিন শতাদিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।