৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন বরিশাল কলোনী প্রকাশ মালি কলোনী অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী মোঃ আরজু প্রকাশ আকাশকে (২৬) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ কামরুজ্জামান বলেন, আসামীকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ও বরিশাল কলোনী কেন্দ্রীক মাদক ব্যবসায়িক সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য, সে মাদক সিন্ডিকেট ব্যবসার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত মাদক দ্রব্যগুলো খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসায় মজুদ করিয়া রাখে।
Discussion about this post