৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তা হলেন মো. আতাউর রহমান খোন্দকার। এর আগে তিনি সিটিএসবি’র পরিদর্শক ও সিএমপির বায়েজিদ বোস্তামি থানা এবং কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের এক আদেশে তাকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিনি চান্দগাঁও থানার ওসি হিসেবে যোগদান করবেন।
সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিটিএসবি’র পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকার চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।