৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স, ছোটপুল, হালিশহর, চট্টগ্রামে, উক্ত জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে চট্টগ্রাম এর নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা শনিবার ২৫ জানুয়ারী বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব একেএম এমরান ভূঞা এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সাহাবউদ্দিন, ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল সহ চট্টগ্রাম জেলার সকল থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
শুরুতেই নবাগত পুলিশ সুপার উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাগণকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত মুক্তিযোদ্ধাগণও নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণ করেন। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা নারীদের প্রতিও গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ তাদের এলাকার বিভিন্ন ছোট-খাট সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যেকোন প্রকার সমস্যা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি আরো বলেন যে, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গঠনকল্পে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তিনি মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
যোগ্যতাসম্পন্ন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী প্রদানে সহায়তা, কোন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পাদনে যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের ব্যাপারে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
পরিশেষে বীর মুক্তিযোদ্ধাগণ নবাগত পুলিশ সুপারকে উক্ত জেলায় যোগদান করেই তাদের সাথে পরিচিত হয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপারও তার আমন্ত্রণে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।