পুনম শাহরীয়ার ঋতু( স্টাফ রিপোর্টার ) ঃ-
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা, ব্যবহারের অনুপযোগী । বিশেষ করে আনসার একাডেমী ৩ নং গেইট হতে বিশ্বাসপাড়া শেষ মোড় হাবীবপুর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা খুব খারাপ অবস্থা। এলাকাবাসী সূএে জানাযায়, কালিয়াকৈর উপজেলার ৭ নং ওয়াডের বিশ্বাসপাড়া ২ কিলোমিটার রাস্তার প্রায় পোরুটাই ভাঙ্গা, প্রায় স্থানেই ইট সুরকি উঠে গিয়েছে। ৭ নং ওয়াডের স্থায়ী বাসিন্ধা মঘবুল হোসেন জানান- আনসার একাডেমীর ৩ নং গেইট হতে বিশ্বাসপাড়া শেষ মোর হাবীবপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়েছে।এই এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস, যাদের প্রায় জন সরকারী, বেসরকারী, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।এবং স্কুল কলেজ এর ছাএছাএী আছেন। এ রাস্তায় যতায়াত করতে খুব সমস্যা হচ্ছে বিভিন্ন যায়গায় রাস্তা ভাঙ্গা,বিশাল খাদে পরিনত হয়েছে।স্কুলের ছোট ছোট ছাএ-ছাএী সহ অফিস গামী সাধারন জনগনের চলাচল করতে খুব সমস্যা হয় এবংপ্রায় সময় ঘটে নানা দূর্ঘটনা। তাই এলাকাবাসীর দাবী অতিশিঘ্রই রাস্তা টি মেরামত করে চলাচলের উপযোগী করতে পৌরসভার কতৃপক্ষের দৃর্ষ্টি আকর্ষন করছেন।
Discussion about this post