টাঙ্গাইল প্রতিনিধিঃজাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে, মোবাইল থেরাপি, স্পিস ও অকুপেশনাল ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি২০২০, মঙ্গলবার সকাল হতে বিকেল পাঁচটা পর্যন্ত এ আয়োজন করা হয়।
শিক্ষা অনুরাগী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে, উদ্বোধনী চিকিৎসা সেবায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিষদে সিএ আব্দুর রাজ্জাক, দাতা সদস্য মোঃ রফিকুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির সহ-সম্পাদক আবু তালেব সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।
সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছাড়াও অন্যান্য এলাকার প্রতিবন্ধী, অসুস্থ লোক এখানে সেবা নিতে এসেছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায়, আমরা এই প্রতিবন্ধীদের শিক্ষাসহ বিভিন্ন সেবামূলক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
Discussion about this post