৭১ বাংলাদেশ প্রতিনিধিঃমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার অবদান কোন দিন ভোলা যাবে না। মঙ্গলবার কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ ভবন উদ্বোধন উপলক্ষে পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরও বলেন, আজ আমরা যারা পদ-পদবি ও মন্ত্রিত্বে আছি তা সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আজকের মুক্তিযোদ্ধাদের অবদান।
তিনি বিকেল সাড়ে তিনটায় ভবনের সামনে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। এ সময় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, ভারপ্রাপ্ত ইউএনও কামরুল হাসান, ওসি আব্দুল মজিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ শফিকুল আলম ও আব্দুস ছালাম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিলন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ কামাল উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় মোনাজাত পরিচালনা করেন পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফা। পরে তিনি ভবনের ফলক উন্মোচন শেষে ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এছাড়া মন্ত্রীকে পুলিশের একটি টিম গার্ড অব অর্নারের মাধ্যমে সালাম প্রদর্শন করেন।
Discussion about this post