টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নে খাস জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২০, বিকেলে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় তারিন মসরুর সাংবাদিকদের জানান, “১৯৭০ সালের বাংলাদেশ সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ভবন (দখল পুনুরুদ্ধার) অধ্যাদেশ” অনুযায়ী নাগরপুর উপজেলার গয়হাটা ও সলিমাবাদে খাস জমির অবৈধ দখলদার উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।
বিগত ২০১৯, আগস্ট মাসে উক্ত স্থান দুটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ জারী করা হয়েছিল। পরবর্তী সময়ে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও অবৈধ দখলদারগণ নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় জানুয়ারি ২০২০, জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়ের স্বাক্ষরিত আদেশ মোতাবেক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে সরকারি খাস জমিতে অবৈধ দখল থেকে নিবৃত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সাবধান করে দেয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এস.আই মোঃ সিরাজুল ইসলাম, ভূমি অফিসের কর্মচারীসহ উক্ত এলাকার ব্যক্তিবর্গ।