মোঃ ফয়সাল এলাহীঃআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও প্রগতির পথে ধাবিত করে চলেছেন। এই অগ্রযাত্রায় ধাক্কা দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা ৭১ সালের পরাজিত শক্তির প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাসীন করতে হবে। এজন্য ঘরে ঘরে দূর্গ তৈরি করতে হবে। তিনি গতকাল ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের সদ্যপ্রয়াত জননেতা মুক্তিযোদ্ধা, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় একথাগুলো বলেন। তিনি বলেন, আমার প্রয়াত পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরী দেশ, জাতি ও চট্টগ্রামের মঙ্গল চেয়েছেন। তিনি আপনাদেরকে সুন্দর ভবিষ্যত রচনা করার স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারলে তাঁর আত্মা শান্তি পাবে। এ কারণে বলি আজ শোক হোক শক্তির জাগ্রত প্রকাশ। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনায় মিশন-ভিশন অনুযায়ী ২০৪১ সালে এদেশ উন্নত দেশে পরিণত হবে। তাই তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। লক্ষ্য করছি, এই তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য একটি চক্র সক্রিয় হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তি বা ফেসবুকে তরুণ প্রজন্মকে ধ্বংস করার আলামত সুষ্পষ্ট। এই বিপদগামীতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য তাদের অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানাই। একজন মহান নেতার প্রতি আওয়ামীলীগ নেতাদের বদান্যতায় এই যে ধর্মীয় আনুষ্ঠানিকতা আয়োজন করে আওয়ামী পরিবারের সদস্যদের মধ্যে একটি দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছেন। আমি আমার প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই আয়োজনের উদ্যোক্তার প্রতি স্নেহ সম্মান ও ভালবাসা জানাই। মহিউদ্দিন চৌধুরী কর্মী সৃষ্টির কারিগর, তাঁরই প্রমাণ রেখেছেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ। চট্টল শার্দুল জননেতা এম.এ আজিজ বাসভবন সম্মুখ চত্বরে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছাবের আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হোসেনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন মহানগর আ.লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, থানা আ.লীগের ফয়েজ আহমদ, রেজাউল করিম কায়সার, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, ওয়ার্ড আ. লীগের আবদুল মান্নান, এনামুল হক মুনিরী, আকতার উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান আজিজ, রবিউল হোসেন সায়মন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আ. লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, হাজী নুরুল হক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, অমল মিত্র, থানা আ. লীগের জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, ওয়ার্ড আ.লীগের সৈয়দ মো. জাকারিয়া, আবুল কাশেম, মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ। এতে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Discussion about this post