বিশেষ প্রতিবেদকঃঅস্ত্র-ডাকাতি মামলা মাথায় নিয়ে পালিয়ে অবশেষে পুলিশের হাতে রেজোয়ান (৪৫) নামে এক পলাতক আসামি আটক ।
শুক্রবার (১৬ অক্টোবর) আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকা থেকে ধরা পড়ে ওই আসামি।
রেজুয়ান উপজেলার ৫ নং বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘীর পাড়ার নূর নবীর ছেলে।
পুলিশ জানিয়েছে, রেজোয়ানের বিরুদ্ধে আনোয়ারা থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া নগরের বায়েজিদ থানায়ও একটি অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার ১০ বছরের সাজা হয়েছে। তিনটি মামলায়ই সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন খবর পেয়ে আনোয়ারা থানার এসআই জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন,বরুমছড়া থেকে রেজুয়ান নামে ১০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার করা ওই আসামির বিরুদ্ধে আনোয়ারা থানায় ২টি ডাকাতি ও বায়েজিদ থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে।
Discussion about this post