কবিতাঃভিক্ষ শ্রমিক-তবুও মানুষ
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
এই অমানুষের দল! মানুষ দেখবি আয়
শেরপুরের ওই বাংলা মায়ের কৃত্তি সন্তান।
একজন ক্ষুদার্থ মানুষ — ভিক্ষা পেষা তার
তবুও সে মহামানব!তোদের মত চোর নয়।
তোদের পরণে প্যন্ট,সাট,কোট,গলাতে টাই
কলমের খোঁচাতে কেড়ে নিস্ ক্ষুদার্থের আহার।
তোরা হিংস্র হায়েনা-মানবতার বুলি ছুড়িস
মুখেই মানবতা তোদের অন্তরে বিসাক্ত বিষ।
বিষবিক্ষ লালন করে বক্ষে -মানুষ হওয়া যায়না
মানুষ হতে বিবেকটাকে কর সচ্ছ আয়েনা।
ত্রাণ চুরি – কালো বাজারিতে সুখ আসেনা
বিশ্বময় সুখি মানুষ হলো নাজিম উদ্দিনেরা।
মানবতার উদার্থ আহ্বান দেখিয়েছে যিনি
অন্ন,বস্ত্র শিক্ষাহীন ছিলেন সর্বদায় তিনি।
অল্প অল্প ভিক্ষাভিত্তিতে জমানো সল্প অর্থ
করেছেন দান-ক্ষুদার্থ মানুষের মুখে দিতে অন্ন।
ক্ষমতার জোরে নাজিম উদ্দিন হওয়া যায়না!
নিজের মুখের অন্ন তুলে দেয় সর্বদা যাহারা।
এহকাল-পরোকাল দু’কালেই সম্মান তাহাদের
ওই সকল মানুষের চরণে আমজনতার শ্রদ্ধা।
দুর্যোগকালে চুরি -দূর্নীতি করে যাহারা
জনগণ তাদের করবে স্বরণ দিয়ে পাদুকা।
প্রশ্নঃ করিতে হবে আজ নিজেই নিজেকে
একজন মানুষ হবি-না চোর হয়ে থাকবি ভবে।