ফেনীতে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নিজাম হাজারী । সূত্র জানায় ফেনী সদর হাসপাতালে ডেঙ্গু রুগীদের চিকিৎসায় নিজাম হাজারী এমপির পক্ষ থেকে হাসপাতাল কতৃপক্ষের হাতে ৫০০ (পাঁচশত) ব্যাগ NS স্যালাইন ও বিভিন্ন সামগ্রী দেওয়া হয় ।
ফেনীতে ডেঙ্গু রুগীদের চিকিৎসা খরছ ও নিজাম হাজারী বহন করবেন বলে জানান তিনি ।
এলাকাবাসি জানান ফেনী নিজাম হাজারী সরকারী কলেজ পড়ুয়াদের মাঝে “ঈদ উপহার” প্রদান করেছেন এবং করোনা থেকে সর্বসারণকে জাগ্রত রাখতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি ।
Discussion about this post