টাংগাইল ব্যুরোঃটাংগাইলের নাগরপুরে আওয়ামীলীগ নেতা মোঃ ওবায়দুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রকারী পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয়ের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।হামলার শিকার আ.লীগ নেতা ওবায়দুর জানান, আমি আ.লীগের রাজনীতিতে বিশ্বাসী ও দলকে সুসংগঠিত করার কাজে সম্পৃক্ত বলে বিএনপি জামাতের সমর্থক পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জলমহল এর ইজারাকে কেন্দ্র করে আমার উপর গত মঙ্গলবার হামলা করে। আমি হামলার ষড়যন্ত্রকারী চেয়ারম্যান সিদ্দিকুর এর দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন সরকার, সৈনিক লীগ সভাপতি মোঃ শাহজাহান, সাবেক সাধারন সম্পাদক পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ অাওলাদ হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার অাফজাল হোসেন, আ.লীগ নেতা আব্দুল মান্নান সহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ হামলার বিষয়ে পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি এ হামলার সাথে জড়িত নই। জলমহলকে কুক্ষিগত করার জন্য ওবাদুর গং ঘৃন্য রাজনীতি করছে।