কালিয়াকৈর উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেলে নৌকার জনসভা গাজীপুর-১ আসনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ ও ধর্ম মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট দেওয়ান ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, তথ্যগবেষনা সম্পাদক আরিফ হোসেন খোকন, এডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জেলাযুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিন সরকার প্রমুখ।