বিশেষ প্রতিনিধিঃভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ রাউজান উপজেলার কদলপুরের হযরতুল আল্লামা “ছৈয়দ চাঁদ শাহ (রঃ) “এর ১৯০ তম বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় এবার ও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ শুক্রবার কদলপুর মীরবাগিচাস্থ হযরত চাঁদ শাহ (রঃ) দরবার শরীফ প্রাঙ্গণে ” আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির ” উদ্দ্যোগে হযরত ছৈয়দ চাঁদ শাহ (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির সভাপতি দরবারের সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মোক্তার শাহ (মঃজিঃআঃ), ওরশ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শফি, ওরশ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক “শাহজাদা ছৈয়দ দিদারুল আলম”, আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির যুগ্ম মহাসচিব শাহজাদা ছৈয়দ মোকসুদুল আলম, আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির সদস্যবৃন্দ। উক্ত সভায় সুষ্ঠু ভাবে ওরশ পরিচালনা করতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মোক্তার শাহ (মঃজিঃআঃ)।
Discussion about this post