মোঃ ফয়সাল এলহী ঃ;জাতীয় গণহত্যা দিবসে শহীদদের সম্মানে সিটি মেয়রের পুষ্পস্তবক অর্পন। আজ ভয়াল ২৫ মার্চ।’৭১’র এই ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী বাঙালির মুক্তি আন্দোলনকে চিরতরে নস্যাৎ করার ঘৃণ্য ষড়যন্ত্রে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে।পাকিস্তানিরা রাজারবাগ পুলিশ লাইনসহ দেশের অপরাপর পুলিশ রিজার্ভ এলাকা একে একে আক্রমণ করতে থাকে।একেই সাথে লাখো ঘুমন্ত সাধারণ বাঙালির উপর হামলা শুরু করে।পরদিন ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।যার ফলশ্রুতিতে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাামের মধ্য দিয়ে বীর বাঙালি কাঙ্খিত বিজয় অর্জন করে। ২৫ মার্চ ভয়াল সেই গণহত্যার রাতকে সম্মান ও স্মরণীয় করে রাখতে সরকার গতবছর ২১‘ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে।২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবসের স্বীকৃত করেছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকালে খুলশী বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় চসিক প্রধান নির্বাহি মো.সামসুদ্দোহা,কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শফিউল আলম, জহুরুল আলম জসিম, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ,মনোয়ার বেগম মনি, চসিক সচিব আবুল হোসেন,প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।