তপু রায়হান রাব্বী, ময়মনসিংহ-জেলা প্রতিনিধিঃ তারাকান্দার আতাউর করিমের জানাযায় হাজার হাজার লোকের ডল নেমে পরেছিল। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের মনোহারী ব্যবসায়ী ও আওয়ামীলীগের নেতা মোঃ আতাউর করিমের জানাযায় হাজার হাজার লোকের ডল নেমেপরেছিল। জানাযা অনুষ্ঠিত হয় গত ৮ই মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১:০০টায় মধুপুর আলিয়া মাদ্রাসার মাটে। চারদিক দিয়ে হাজারো মুসুল্লি এসেছিলো তার জানাযায়। তিনি মায়ের অসুস্থতার পোষ্ঠ দিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না হাসপাতাল থেকে। ময়মনসিংহের কেওয়াটখালী মুড়ে তিনি গাড়ি দূর্ঘটনায় মারা যান ঘটনা স্থলে। আতাউর করিম মধুপুর নিবাসী মরহুম আবুল কাসেম সরকারের ছোট ছেলে । আতাউরের জানাযায় হাজার লোকের ডলের মাঝে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার চেয়ারম্যানের মোঃ মোতাহার তালুকদার , আওয়ামীলীগের সাবেক এমপি ময়মনসিংহের ১৪৭ সংসদসদস্য ফুলপুর -তারাকান্দার মোঃ বেলাল খান, আওয়ামীলীগের নেতা ব্যারিস্টার মোঃ আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউ.পি. চেয়ারম্যান, যুবলীগ সভাপতি, মোঃ শামছুল আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোঃ নূরুজ্জামান বকুল মাস্টার সহ আওয়ামীলীগ এবং বিএমপির বিভিন্ন নেতা কর্মী তার জানাযায় উপস্থিত ছিলেন পরে অনেকেই বক্তব্য রাখেন। আতাউরে ছোট দুটি বাচ্চা রেখে যান।জানা গেছে মায়ের চিকিৎসা করে ফেরার পথে ট্র্যাক এর ধাক্কায় নিহত হয়েছেন তিনি