নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর আত্রাইয়ে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আশাদুজ্জামান জামান (৫৭) এবং গুড়নই গ্রামের শুলতান আকন্দ (৪৩) সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর আক্রান্তরা জ্বর ও গলাব্যাথা অনুভব করলে তাদের আত্রাই হাসপাতাল নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়।
সোমবার রাতে পাঠানো নমুনার রিপোর্টে তাদের পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, উপজেলায় আগের ১৬ জন সহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন নমুনা দেওয়ার দুইদিন পর মারা যান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম বলেন, আক্রান্তদের বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে গ্রামবাসীকে সরকারি নিয়ম মেনে চলতে সতর্ক করা হয়েছে। তাদের সার্বিক বিষয়ে খবর আদান প্রদানে ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।