৭১ বাংলাদেশ প্রতিনিধিঃউচ্চ আদালতের জামিন জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বারের আইনজীবী মাহমুদুল হক সুমনের জাতিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।
কারাগারে থাকা সুমনের পক্ষে আদালতের কাছে জামিন আবেদন করে তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে জামিন আবেদন নাকচের আবেদন জানান। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন আমলে নিয়ে জামিন আবেদন নাকচ করে দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, আইনজীবী সুমনের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।
সূত্র জানিয়েছে , ২০১৬ সালের ২০ আগস্ট র্যাবের একটি দল নগরীর কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন খান নামের একজনকে ৯ প্যাকেট হেরোইনসহ গ্রেফতার করেন। জব্দ করা এসব হেরোইন ওজন ছিল প্রায় ৮১৫ গ্রাম।
যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় তখন গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আসামি করে কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা করে র্যাব ৭ এর তৎকালিন ডিএডি মোহাম্মদ শামছুল হক।
এ মামলায় দীর্ঘদিন কারাগারে থাকলেও চট্টগ্রাম আদালত থেকে জামিন পাননি আসামি নিজাম উদ্দিন খান। পরে এ মামলার এজাহার, চার্জশিট ও জব্দ তালিকা পাল্টে দিয়ে জাল-জালিয়াতি (নকল টেম্পারিং) করে ২০১৭ সালের ১২ জুন হাইকোর্ট থেকে জামিন নেন আসামি নিজাম উদ্দিন খান।
জালিয়াতির বিষয়টি উচ্চ আদালতের নজরে আসলে সংশ্লিষ্টদের জালিয়াতির ঘটনায় ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি জালিয়াতির মামলা করেন। সর্বশেষ আইনজীবী মাহমুদুল হক সুমন এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি।