জনতার কলাম-অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃনিয়মিত রক্ত দান করুন মানুষের জিবন বাঁচাতে এগিয়ে আসুন।আপনি কি রক্ত দিতে ভয় পান? সুঁইয়ের খোচার ভয়? ভয় আমিও পাই। কিন্তুু সেই ভয়টা একজন অপারেশন থিয়েটারে শোয়া রোগীর মৃত্যু ভয় থেকে বেশী না। আজ আপনি সামান্য সুঁইয়ের খোচার ভয়ে রক্ত দিচ্ছেন না। কালকে যখন আপনার পরিবারের কেউ যদি অপারেশন থিয়েটারে শুয়ে থাকবে, আপনি পাগল হয়ে রক্ত খুঁজবেন তখন আপনার মতোই কেউ সামান্য পিপড়া কামড়ের মতো সুইয়ের খোঁচার ভয়ে রক্ত দিতে চাইবে না। সুইয়ের ভয়ে আপনার অসহায়ত্ব বুঝতে চাইবে না, তখন?একটা সামান্য পিপড়া কামড়ের সমতুল্য সুয়ের খোচার ভয় জয় করতে পারলে একটা মৃত্যু জয় করা সম্ভব। তা হলে আপনি কেনও সেই চেষ্টা করবেনা ? মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন রক্ত দান করুন মানুষের জন্য কাজ করুন, আপনিও হতে পারেন মানবতায় নওগাঁর হিরো।
Discussion about this post