বিশেষ প্রতিবেদকঃমরহুম জননেতা এ বি এম আবুল কাশেম মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বহুগুণের অধিকারী সজ্জন, সৎ, সাহসী ও আদর্শবান রাজনীতিবিদ এবং প-িত ব্যক্তিত্ব ছিলেন তিনি। একজন শিক্ষক, লেখক ও গবেষক হওয়ার পরেও তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনৈতিক কর্মকা-ে অবদান রেখে দেশ ও মানুষের জন্য আজীবন কাজ করেছেন।
তাঁর জীবনাদর্শ থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে। সীতাকুন্ড থেকে নির্বাচিত প্রবীণ রাজনীতিবিদ ও জননেতা মরহুম এ বি এম আবুল কাশেম মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের প্রধান সমন্বয়ক ও সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সীতাকুন্ড এলাকা থেকে তিন-তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বরেণ্য রাজনীতিবিদ, প্রবীণ জননেতা ও শিক্ষাবিদ মরহুম এ বি এম মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট চন্দন পালিত। বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, সহ-সভাপতি মাসুমা কামাল আঁখি, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান।
সভায় বক্তারা আরো বলেন, জননেতা এ বি এম আবুল কাশেম মাস্টার ছিলেন সাধারণ জনগণের অকৃত্রিম বন্ধু। মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করাই ছিল তাঁর জীবনের মহান ব্রত। তিনি আমৃত্যু সীতাকুন্ড এলাকার উন্নয়নে কাজ করেছেন। এ বি এম আবুল কাশেম মাস্টার শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে সীতাকুন্ডের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করে এবং মানুষকে মানবসম্পদে পরিণত করে এলাকা ও জাতিকে আলোকিত করেছেন।
সংগঠনের সদস্য মো. হানিফ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক শিমুল দত্ত, শিল্পী রাজেশ আচার্য, মোহাম্মদ রাসেল, রাজা চৌধুরী, নন্দিনী চৌধুরী, কবি সজল দাশ, মোহাম্মদ ইমন, ইমাম হোসেন, সমীরণ পাল প্রমুখ।