আমি – অপরাধী
কবিতাঃ রফিকুল ইসলাম (খোকন)
অপরাধবোধে আজ আমি মরছি ধুকে
সময় থাকতে বুঝিনি-যৌবনের তাগিদে?
আমি পদতলে পিষেছি আমার মনুষ্যত্বকে
জাগ্রত হতে দেয়নি সেদিন আমার চেতনা।
ক্ষমতা পেয়ে করেছি ক্ষমতার অপব্যবহার
ক্ষমতাকে পুঞ্জিভূত করেতে অস্ত্রের ঝংকার?
আমি নগ্নপায়ে মাড়িয়েছি নীরহ জনতাকে
সাধারণ জনগণকে মানুষ ভাবিনি কখনো।
আমি কেড়ে নিয়েছি জনতার মুখের অন্ন
করেছি চাঁদাবাজি ফুটপথের হকারের পণ্য?
আমি কিনে নিয়েছি কিছু আমলার মাথা
আমি সেদিন ছিলাম রাজনৈতিক নেতা।
রাজনীতির নামে মাদকের ব্যবসা ছিলো
নেশায় নিমজ্জিত করেছি হাজারে ছাত্র?
জাগ্রত হতে দেইনি যুবকের বিবেকবোধ
আমি হত্যা করেছি যুবকের দেশাত্মবোধ।
ঘুষ খেয়ে অযোগ্য লোককে চাকরি দিয়েছি
মেধাবির চাকুরি না পাওয়া যন্ত্রণা দেখেছি?
দেশটাকে নেত্রীত্ব সংকটে রেখেছি নিজ স্বার্থে
নিজের আখের ঘুচিয়েছি ক্ষমতার দাপটে।
আমার দাপটে ইসলামি জলসা বন্ধ হয়েছে
আমার কারণে অজস্র নারী গর্ভপাত করেছে?
হয়তো আমার বীর্যে কিছু সন্তান সমাজে জারজ
এত অপরাধ সাহস হয়নি কারো করবে আমায় বারণ।
ভেবছিলাম আমার অর্থ-ক্ষমতা থাকবে অমর
না কালের বিবর্তনে আমি আজ মৃত্যু পথযাত্রী?
আজ আমি শক্তিহীন হাসপাতালের ফ্লোরে
খাদ্য-চিকিৎসা বন্ধ হয়েছে হয়তো প্রভুর হুকুমে।
এত অর্থ-ক্ষমতা থাকতে পায়নি স্থান বেডে
চিকিৎসা হচ্ছেনা আমার অর্থের অভাবে?
আমার শিয়রের পাশে নেই কোন প্রিয়মুখ
ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলেগেছে প্রিয়জন।
অতিত অপরাধ আমার কাছে আজ পরিষ্কার
দেখতে পাচ্ছি আমার কবরে সর্প অপেক্ষমান?
হাবিয়া দোজখের আগ্নিকুণ্ড তাকিয়ে আমার দিকে
ভয়ে জীর্ণ-অপরাধ বলছে আমি ক্ষমার অযোগ্য।
আমার জীবনচিত্র রেখে গেলাম সকলের সম্মুখে
এমন কলঙ্কিত জীবন আর যেন কেউ না গড়ে?
প্রতিটি অপকর্মের বিচার হবে এহকাল-পরকালে
এটা চিরন্তনী সত্যে -স্রষ্টার বাণী পবিত্র কুরআনে ।
Discussion about this post