কবতাঃপ্রতিরোধ
অন্যায়-অবিচার-লুন্ঠন-ধর্ষণ
প্রতিবাদ নেই আজ-নেই প্রতিরোধ!
আমি হবো ঝড়-কালবৈশাখি ঝড়
ভেঙ্গে করে দেবো সব চুরমার!
আমি হতে চাই ঝঞ্ঝা
অত্যাচারীরা দেখবে আমার তান্ডব লিলা!
আমি মহাকাল-মহাপ্রলয়
অত্যাচারীদের করিনা আমি ভয়!
হোক অত্যাচারীরা যতই শক্তিশালি
আমি মানুষ-অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়!
আমি বীর-আমি যোদ্ধা-আমি কলম সৈনিক
আমি দুর্বল নই-কলমের শক্তিতে আমি শক্তিশালি!
আমি ভীতু নই-নই কাপুরুষ
আমি দুর্বার-আমি অপ্রতিরোদ্ধ
কারো হুমকিতে আমার নীতিকে বিসর্জন করবো না!
মরণকে নেই ভয়!
মৃত্যুর ভয়’তো তোরা করবি!
বিশ্বময় যারা গরীবের রক্ত চুষে খায়!
আমার কিসের ভয়
আমি কলম সৈনিক-হবে-হবেই আমার জয়
বিশ্বটা আজ দুভাগে বিভক্ত
একদিকে শোষণ কারি-অন্যদিকে শোষিত মানুষ
আমি শোষিত মানুষের পক্ষে!
ঘোষণা করছি আজ যুদ্ধ
অন্যায়-অত্যাচারী-লুন্ঠনের বিরুদ্ধে
আমি ভীতু নই-নই কাপুরুষ!
আমি মানুষ-আমি মানুষ-আমি কলম সৈনিক? লেখকঃরফিকুল ইসলাম (খোকন)
Discussion about this post