আসন্ন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঐতিহ্যবাহী ৩নং তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু মিয়া’র সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজী মোঃ শাহ আলম এর তেতলী এলাকাবাসী’র সাথে নির্বাচনী আলোচনা ও পরামর্শ তেতলী এলাকাবাসীর উদ্যোগে মরহুম আবু মিয়া চেয়ারম্যান এর বাড়ীতে অনুষ্ঠিত হয়।
সমাজসেবী, রাজনীতিবীদ মকবুল হোসেন মামুন’র সভাপতিত্বে ও রাজা মিয়া ও শামীম আহমদ,নাইমুর রহমান সানুর এর যৌথ পরিচালনায় প্রতিশ্রতি ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ আলম বক্তব্য রাখেন ।
আরো বক্তব্য রাখেন আশক আলী,আরশ আলী,ব্যাংকার গজনফর আলী, রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান মিয়া, সমাজসেবী বাশির আহমদ, ইঞ্জিনিয়ার বুলবুল আহমদ, ডাঃ শহিদ আহমদ, সাদ মিয়া,আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন ডেভেলাপম্যান্ট এর সহসভাপতি আলী হোসেন হুরমত, সমাজসেবী হারুন মিয়া, মোঃঅলিউর রহমান, মেম্বার পদপ্রার্থী লিটন আহমদ, জেবুল আহমদ, জুয়েল আহমদ।
উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী,জালাল আহমদ সহ এলাকার সর্বস্তরের মুরুব্বিগন।সভায় বক্তরা বলেন, ইউনিয়নের উন্নয়ন করতে অর্থ প্রয়োজন হয় না,মানুষের ভালোবাসার মাধ্যমে সেবা করা যায়,যোগ্য নেতৃত্বের ধারা ইউনিয়নের যোগাযোগ সহ অবকাঠামো উন্নয়ন সম্ভব, মরহুম আবু চেয়ারম্যান ছিলেন ন্যায়পরায়ণ,তেতলী ইউনিয়নে অসংখ্য উন্নয়ন করেগেছেন,তিনির অসমাপ্ত উন্নয়ন করতে তিনির উওরসূরির মাধ্যমে আগামীতে তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শাহ আলমকে চেয়ারম্যান পদপ্রার্থী’র বিকল্প নেই।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলী, দোয়া পরিচালনায় করেন মাওলানা আসহাব উদ্দিন।