৭১ বাংলাদেশ প্রতিনিধিঃপ্রগতিশীল উন্নয়নমূলক মানববতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১ম পর্যায়ে ১৫ জন দুস্ত ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ স¤পন্ন।ইচ্ছার এই ১১৬তম কর্মসূচী ৩০ই মার্চ বিকাল ৫ ঘটিকায় বাস্তবায়ন করা হয়।
খাদ্য সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারকে চাল, আলু, পেয়াজ, তেল, মটর ডাল, লবন ও সাবান দেয়া হয়। উক্ত মহতি কার্যক্রম পরিচালনায় ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবী মোশারফ হোসেন বাধন এবং আদনান সাঈম এর নেতৃত্বে নগরির বায়েজিদ থানাধিন কুলগাও এলাকায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
বৈশ্বিক মহামারি করোনার ক্রান্তি লগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।
Discussion about this post