আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই বক্তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন নেটিজনরা।
সূত্র জানায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয়েছেন তিনি।
জানা গেছে এ সময় তার সাথে গাড়িচালকসহ আরও তিনজন সহকর্মী ছিলেন।
আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে শুক্রবার বিকেলেই পুলিশের শরণাপন্ন হলে রাজধানীর গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্ত্রী সাবেকুন নাহার। তবে রোববার সকালে রংপুর সদর থানায় এ নিয়ে একটি জিডি করেছেন নিখোঁজ আদনানের মা।
Discussion about this post