কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার ৩শ’ পিস ইয়াবা নিয়ে র্যাবের হাতে আটক ।
সোমবার (৯ আগস্ট) রাত ১০টা ২০মিনিটের দিকে পেকুয়ার পূর্ব উজানটিয়া এলাকা থেকে র্যাব-৭ এর একটি টিম তাদের আটক করে, তারা হলেন চকরিয়া থানার আবু তাহেরের ছেলে রমিজ উদ্দিন (৩৪), পেকুয়া উপজেলার আবুল কালামের পুত্র ওয়াইজ উদ্দিন (২৪)
র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পেরে উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়ি ঘরের ভেতর খাটের নিচে রাখা ১লাখ ১৬ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।
সূত্র জানায় ইয়াবা কারবারির সাথে ছাত্রলীগের এক নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে ।
আটকের পর তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজার এবং দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Discussion about this post