মোঃ সোহান বোড়া, নড়াইল সদর উপজেলা : ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের চৌরাস্তায় নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রখেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সমাজের প্রতিটি স্তরেই দুর্নীতি বাসা বেঁধেছে। দুর্নীতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যে, দুর্নীতিকে কোনো অন্যায় মনে হয় না। সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। দুর্নীতি বিরোধে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আমাদের অঙ্গীকার করতে হবে নিজেরা দুর্নীতি করবো না এবং অপরকেও দুর্নীতি করতে সহযোগিতা করবো না। তাহলেই এক সময় এই দেশ সোনার বাংলাদেশে রূপ লাভ করবে। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।