৭১ বাংলাদেশ ডেস্কঃমুসলিম উম্মাহর প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুস্মরণ করার বিশেষ আহবান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। তিনি বলেন, দুনিয়া ও আখেরাতে সুখী হওয়ার জন্য আল্লাহর রাসুল (সাঃ)- এর অনুস্মরণ করুন।
পবিত্র মিলাদুন্নবী সা. উপলক্ষে এক টুইটে প্রবীণ প্রভাবশালী এই মুসলিম নেতা মুসলিম উম্মাহকে নববী-আদর্শ গ্রহণের ব্যাপারেও জোর তাকিদ দেন।
সবার জন্য উপযুক্ত করে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহাথির মুহাম্মাদ।
টুইট করে তিনি লেখেন, ইসলামি শিক্ষার অনুস্মরণে আমাদের এই প্রচেষ্টাই-ইনশাআল্লাহ-সফল ও সুখী জীবনের দিকে মানুষকে পথ দেখাবে। এতে মানুষ তার জীবনকে উপভোগ করতে পারবে এবং জীবনের গুরুত্বও বুঝতে পারবে।
Discussion about this post