৭১বাংলাদেশ ডেস্কঃকরোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২০ জুন) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষা ও ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা ও ভর্তির সঙ্গে যুক্ত বিশাল সংখ্যক মানুষকে আমরা স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না, কবে নাগাদ এইচএসসি পরীক্ষা হবে। তবে যখনই পরীক্ষা নেয়ার মতো স্বাস্থ্যঝুঁকিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই পরীক্ষা নিতে পারবো।
এসময় তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলবো যে কলেজে ভর্তি হওয়া নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।
সারা দেশে অনলাইনে পাঠদানে শিক্ষক-শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি সরকারের নজরে রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।