৭১ বাংলাদেশ প্রতিনিধিঃযুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এর হাতে গড়া যুবনেতা জালাল ইব্রাহিম জানাগেছে মোঃ হারুনুর রশীদ যুবনেতা জালাল ইব্রাহিমের রাজনৈতিক অভিবাবক ।
তৃনমূল কর্মী সালমা খানম জানান ১৯৮৮ সালে লালদীঘির মাঠে শেখ হাসিনার জনসভায় আলহাজ্ব জালাল ইব্রাহিম কে পুলিস লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তিনি আরো বলেন রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ ব্যংকের নালায় পড়ে গিয়েছিল এই আলহাজ্ব জালাল ইব্রাহিম
তৃনমূল কর্মী মোঃ সাইফুল বলেন বীর চট্রলার অহংকার,১/১১ পরীক্ষীত সৈনিক বারংবার কারানির্যাতিত আলহাজ্ব জালাল ইব্রাহিম ভাইকে আসন্ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কাউন্সিলের গুরুত্তপূর্ণ পদে নিযুক্ত করিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমরা তৃনমূল কর্মীরা কৃতজ্ঞ থাকিবো
তিনি আরো বলেন জালাল ইব্রাহিম মানবতার বন্ধু সৎ ,নিষ্ঠাবান মেধাও মাননশীল পরিস্কার রাজনীতিবিদ যুবরাজনীতির সুপার আইডল ৯০/৯৬/২০০১/১/১১ এর আওয়ামী রাজপথের সহযোদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ শিপাহসালার,সদাবিনয়ী দক্ষ সংগঠক জালাল ইব্রাহিম কে আগামী ৭ম কংগ্রেস যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্তপূর্ণ পদে নিযুক্ত করলে আমরা বীর চট্রলার অবহেলিত তৃনমূল কর্মীরা উপৃকত হব
এবং বঙ্গবন্ধু ছাত্র যুব পরিষদ, চট্রগ্রাম মহানগর এর সভাপতি হোসেন মাহমুদ এবং চেতনা ৭১, চট্রগ্রাম মহানগরের সভাপতি ইফতেখার চৌধুরি জানান জালাল ইব্রাহিমের মতো মেধাবী রাজনীতিবিদদের মূল্যায়ন হলে দেশ,দল ও জাতি উপকৃত হবে ।