ছয় দফা আন্দোলনের সাথে ঐতিহাসিকভাবে চট্টগ্রামের বীর জনতার হৃদয়ের বন্ধন রয়েছে উল্লেখ করে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবেুর রহমানের উপস্থিতিতে চট্টগ্রামের বীর জনতাই ৬ দফার পক্ষে লালদিঘী মাঠে প্রকাশ্য জনমত গঠন শুরু করে।’
বৃহস্পতিবার (০৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরের দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে নুরুল আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তি সনদ। ৬ দফা আন্দোলনের পথ ধরেই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাঙ্গালি জাতি ৭০ এর নির্বাচনে জয়লাভ করে। পাশাপাশি একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে বিজয় অর্জন করে।
উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় সংগঠনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক জসিম উদ্দিন শাহ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উপ দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন সাবেরী, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মো: সেলিম উদ্দীন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।,