৭১ বাংলাদেশ ডেস্কঃএপ্রিল মাস পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনাসভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয় দলটি। তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এছাড়াও জুন মাসের মধ্যে আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে তাদের কাউন্সিল সমাপ্ত করার নির্দেশনা দেন তিনি।
বুধবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনাসভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
এ সময় বিএনপির প্রতি করোনাভাইরাসের মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান ওবায়দুল কাদের।
Discussion about this post