বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীনের নেয়া ‘আমার ফার্মেসি’ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে নগরীর এনায়েত বাজার, দেওয়ান বাজার ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালসহ বিভিন্ন এলাকা থেকে হটলাইনে যোগাযোগ করে মানুষ এ সেবা থেকে ১৫ শতাংশ কম মূল্যে ওষুধ ক্রয় করছেন।
মঙ্গলবার (১৬ জুন) মোমিন রোডে অবস্থিত সিএমপির দক্ষিণ জোনের কার্যালয়ে উপ কমিশনার মেহেদী হাসান ‘আমার ফার্মেসি’ উদ্যোগের উদ্বোধন করেন।
১৫ জুন সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং ওষুধ ব্যবসায়ীদের কারসাজি রুখতে ঘটা করে মহৎ এ উদ্যোগ নেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।
উদ্বোধনের পর থেকেই ‘আমার ফার্মেসি’ সংক্রান্ত হটলাইনে যোগাযোগ করছেন এবং ১৫ শতাংশ কম দামে এ সেবা নিচ্ছেন নগরবাসী।
প্রায় ২০ জনের একটি স্বেচ্ছাসেবী দল এ কার্যক্রম পরিচালিত করছেন। যারা হটলাইনে অনুরোধ পাওয়া মাত্রই প্রেসক্রিপশন যাচাই বাছাই করে মানুষের ঘরে ঘরে গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন মানুষের কথা চিন্তা করেই এ উদ্যোগটি নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) অনন্ত ১০ জন এ সেবাটি নিয়েছেন। আশা করি এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং অন্যদিকে ওষুধ ব্যবসায়ীদের কারসাজি বন্দ হবে। আমার ফার্মেসি কার্যক্রমের হটলাইন নং ০১৮৭০-৭০০ ৭০০