বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশকে বদলী করা হয়েছে এবং পাহাড়তলী থানার ওসি পদে বদলী করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাইনুর রহমানকে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানে কর্তৃক স্বাক্ষরিত এক অফিস অর্ডারে তাদের বদলীর এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার বলেন, ‘ডবলমুরিং থানার ওসি পদে সদীপ কুমার দাশকে এবং পাহাড়তলী থানার ওসি পদে মো. মাইনুর রহমানকে বদলী করা হয়েছে।
এর আগে ১০ মার্চ বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক অফিস আদেশে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।