ওয়েলস-সিলেট কানেক্টিং ক্লাসরুম প্রজেক্ট-এর পক্ষ থেকে সিলেটের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডারগার্টেন স্কুলে কোভিড-১৯ ফান্ড সম্পন্ন।
উদয়ন স্কুলের পরিচালক আলী আমজদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক রসোরাজ ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং ওয়েলস -সিলেট পার্টনারশিপ সিলেট টিমের কনভেনর নিজাম উদ্দিন তরফদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস-সিলেট পার্টনারশিপ সিলেট টিমের কো-অর্ডিনেটর এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম.এ আজিজ।
কার্ডিফের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদ, যুবরাজ গুরুপ ইউকে’র সিইও আনা মিয়া, কমিউনিটি লিডার আব্দুল মজিদ, সিরাজ আলী এবং আব্দুল মুহিবের সৌজন্যে প্রদত্ত ফান্ড গ্রহণ করেন ওসমানী নগর উপজেলার উদয়ন কিন্ডারগার্টেন স্কুলের পক্ষে প্রধান শিক্ষক স্বপন সেন এবং মেহেরুন নেসা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।
বিদ্যালয় দুটিতে আর্থিক উপহার প্রদান করায় অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, কানেক্টিং ক্লাসরুম প্রজেক্টকে উৎসাহিত করার উদ্দেশ্যে তারা এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার, বই, কলম, ফুটবল, রাগবি বল সহ বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে প্রশংসা কুড়িয়েছেন।