হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধিঃপুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং-ডে।
এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যা লয় চত্বরে কেক কেটে এবং বেলুন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে, কর্ণেল (অব:) ফোরকান আহমেদ,ট্যুরিষ্ট পুলিশের এসপি জিল্লুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে একটি র্যালী বের হয়ে পর্যটন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সদর মডেল থানা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে কক্সবাজার সদর মডেল থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার ) রেজুওয়ান আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন, কক্সবাজার সদর মডেল থানার ওসি এসএএম শাহজাহান কবির, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, ইউএনডিপি প্রতিনিধি মাসুদ করিম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন পুতু সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে স্বেচ্ছায় স্বচ্ছায় রক্তদান কর্মসূচী ও দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও, কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, চকরিয়া, রামু, কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া উপজেলায়ও অনুরূপভাবে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে।