জনতার কলামঃকরোনা ভাইরাস মোকাবেলায় রাউজানের পাশে থেকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাপী সাহিত্যিক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ । সংগঠনের পরিচালক ও ফাউন্ডার লন্ডন প্রবাসী অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী এই ঘোষণা দেন। তিনি স্যোশাল মিডিয়ার ফেসবুকে একটি স্টেটাসে লিখেন, ‘রাউজানে ইর্মাজেন্সি ফুড ব্যাংক’ এর ব্যবস্থা করতে চাই।
তার স্টেটাসটি হুবহু উল্লেখ করা হলো, “আপনার গ্রামে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায়, ‘ইমার্জেন্সি ফুড ব্যাংক’ গড়ে তুলুন। আমাদের বন্ধুবান্ধব, সংগঠনের সদস্য, লেখক, পাঠক এবং দেশের সচেতন নাগরিকদের নিকট অনুরোধ, যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয় তখন আমরা কীভাবে একে অপরকে এবং অন্যান্য দুর্বল প্রতিবেশীদের সহায়তা করতে পারি, তার জন্য এখন থেকে একটি পরিকল্পনা ঠিক করে নিতে পারেন।
আমার মনে হয়, আমরা বিভিন্ন উপায়ে এই কঠিন অবস্থায় একে অপরের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি। আমরা আমাদের নিজেদের দেখাশুনা করব, আমাদের পরিবারের দেখাশোনা করব, আমাদের প্রতিবেশীর দেখাশুনা করব, আমাদের গ্রামের দেখাশুনা করব, এইভাবে আমরা আমাদের ইউনিয়ন, ইউনিয়ন থেকে আমরা আমাদের উপজেলায় কাজ করতে পারি। আমাদের আশেপাশের প্রবীণদের যত্ন নেওয়া উচিত এবং তাদের খাবার এবং ওষুধ রয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত, তাদের পক্ষে ডাক্তারের সাথে যোগাযোগ করা আমাদের কর্তব্য বলে মনে করা উচিত। এই ভাবে আমরা দূরবর্তী আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ রাখতে পারি, তাদের খবরাখবর নিতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি।
আপনার অবস্থান থেকে আপনি এখন যাদের সাথে দেখা হয়, কথা হয় অথবা টেলিফোনের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিতে পারেন, তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, নির্বিঘ্ন তাকে, নিশ্চিন্ত থাকে। একজন বিশ্বাসীকে বোঝানো উচিত এবং বুঝা উচিত যে, ভাইরাস কারো মৃত্যুর কারণ হতে পারে না। অসুখ-বিসুখ, এক্সিডেন্ট, ক্যান্সার, সাইক্লোন বা মহামারী মৃত্যুর একটি অজুহাত মাত্র। মৃত্যু আল্লাহর হুকুমে হয়। জীবনের আগে মৃত্যুর সৃষ্টি হয়েছে।
আমাকে বিশ্বাস করতে হবে আমাদের জান এবং প্রাণের মালিক আল্লাহ, সুতরাং আমাদের উচিত হাসিখুশি থাকা এবং বিশ্বাসের উপর অধিষ্ঠিত থাকা। আরো বেশি বেশি করে দোয়া, দরুদ পড়া, নামাজ পড়া, দান-খয়রাত করা, অপরকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, তাওবা করা। নিজ নিজ ধর্মাচার পালন করুন। এই এখনই আপনার অবস্থান থেকে ছোট ছোট ভালো কাজগুলি করতে থাকুন। ভালো চিন্তা করুন। ভালো ভালো ধর্মীয় বই পুস্তক পড়ুন। ডাক্তারের- সরকারের পরামর্শ মেনে চলুন। ভালো খাবার খান। হায় হুতাসে হায়-হুতাশ বাড়ায়, কষ্ট বাড়ায়, কষ্ট যায় না। গুনগুন গান গান। বিপরীত চিন্তা করুন। ভাইরাসের কথা ভুলে থাকুন, তখন ভাইরাস আপনাকে ভুলে যাবে, দরজা থেকে ভুল করে চলে যাবে। মৃত্যুভয় আপনার মনে থাকা ভালো, মৃত্যুভয় মানুষকে সংশোধন করে, কিন্তু ভয়ের পাশে যেন আনন্দ থাকে, জান্নাতের আশা থাকে।
আমি রাউজানে ‘ইমার্জেন্সি ফুড ব্যাংক’এর ব্যবস্থা করতে চাই। রাউজান থেকে এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন অথবা কোন উৎসাহী ভাই-বোন ইনবক্সে মেহেরবানী করে আমার সাথে যোগাযোগ করুন। আপনি বয়স্ক/এতিমদের বাড়িতে খাবার পৌঁছে দেবেন, তার জন্য আপনাকে উপযুক্ত সম্মানী দেয়া হবে। বিশ্বের সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন, দীর্ঘজীবী হোন।
শুভেচ্ছা সহ নজরুল ইসলাম হাবিবী। লন্ডন থেকে।
Discussion about this post