নুর আলমঃচট্রগ্রা্মে জনস্বার্থে মোবাইল কোট কর্ণফুলীতে সরকারি নিষিদ্ধ পণ্য ও ভ্রাম্যমাণ আদালতের আদেশে আমদানি রপ্তানি ও নিষিদ্ধ পণ্য বেচাকেনা বন্ধে অভিযান পরিচালনা গত ৩০/০৫/২০১৯ ইং করা হয়
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ শামশুল তাবরীজ মহোদয় বিভিন্ন বেকারিতে এবং গরু মাংসের দোকান সহ আরও বিভিন্ন মুদির দোকানে মেয়াদ উর্ত্তীণ পণ্য লাছি সেমাই এবং রং দেয়া আইসক্রিম পেয়ে থাকেন সেগুলো বাজার মুখে এনে তা পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত এবং সরকারী শিডিউল মোতাবেক জরিমানা করা হয। মূল্য তালিকা না রাখা ও বাজার মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেজাল মুক্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ শামশুল তাবরীজ ।