জনতার কলামঃভয়াবহ করোনা ভাইরাসের কারণে কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজ সেবক শিক্ষা ও ক্রীড়া অনুরাগী আওয়ামী যুবলীগের অন্যতম সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বার পাইকা গ্রামের সন্তান কাজী রিয়াজ আহমেদ
তিনি তার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে তার এলাকা বার পাইকার আশেপাশে দুষুমী করিম বাজার ঔচার মাঠ ও হাওলায় অভাবগ্রস্ত মানুষের মধ্যে চাল ডাল আলু লবণ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
রত্নপুর ইউনিয়নের বার পাইকা গ্রামের এলাকাবাসী জানান,দেশের এই ক্রান্তিলগ্নে তার এই মহৎ কাজের জন্য তাকে অনেক ধন্যবাদ এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন সাথে সাথে প্রত্যাশা করেন তার এই ব্যক্তিগত উদ্যোগে উৎসাহী হয়ে আরো বিত্তবান মানুষ এগিয়ে আসুক দেশের এই সংকট মুহূর্তে এলাকাবাসীর এই প্রত্যাশা ।