মানব ও মানবতা-মানবাধিকার কোথায় তুমি?
কবি- মো:ফিরোজ খান
মানুষ আর মানবতা যেনো হয়েছে আজ তফাৎ
হারিয়ে যাবে মানুষ তবুও বেঁচে থাকবে মানবতা
অসহায় আমরা সবাই মানবতার কাছে চিরকাল
আকাশ-বাতাস,পাখ-পাখিলি ও তরু-লতা বলে এ কথা।
কাঁদে আজ মুসলিম পথে-ঘাটে কাঁদে শিশু হয়ে অসহায়
তবুও জাগে আশা মনে তাদের বেঁচে থাকতে এই ভুবনে
কেনো মানুষ মানুষকে করে হত্যা?ধ্বংস ও নির্যাতন?
কেনোইবা মা-বোনদেরকে করে নষ্ট চলার পথে গোপনে।
আমরা মুসলিম একে অপরের ভাই ও বন্ধু জগতে
কেনো এই কথাটা কারো মাথায় ঢুকে না আজ
মানুষ মানুষকে করে তুচ্ছ,ও অবহেলা পথে-ঘাটে
আগুনে পুরে দিয়ে হয় শান্ত নরপশুরা বাস্তবেতে।
মানুষের এই তাণ্ডব যেনো পশুর মতোই রূপ নেয়
তবুও মহান মাওলা করেছেন মানবকে শ্রেষ্ঠ
ঐ দেখো চেঁয়ে কতোনা মা,বোন আছে না খেয়ে
তাদেরকে আমরা আজ দেখাইনা তবু মানবতা।
একদিন দিতে হবে আমাদেরকে পাপের হিসেব
সেদিন হয়তোবা প্রকাশিত হবে মানবের আসল রূপ-রেখা
চলো সবাই রুখে দাড়াই অন্যায়ের বিপক্ষে সাহস নিয়ে
আমাদের ভাই-বোন ও মা-বোনদেরকে করতে রক্ষা
একজন মানুষ হতে পারে অন্যের আপন ও প্রিয়
একথাই আমরা অন্যদেরকে বলবো ভালোবেসে
যদি পারি অসহায়দের সহায়তা করতে সামান্য
তবেই জীবন হবে ধন্য হবো মূল্যায়িত মাওলার কাছে।
কবি- মো:ফিরোজ খান
মানুষ আর মানবতা যেনো হয়েছে আজ তফাৎ
হারিয়ে যাবে মানুষ তবুও বেঁচে থাকবে মানবতা
অসহায় আমরা সবাই মানবতার কাছে চিরকাল
আকাশ-বাতাস,পাখ-পাখিলি ও তরু-লতা বলে এ কথা।
কাঁদে আজ মুসলিম পথে-ঘাটে কাঁদে শিশু হয়ে অসহায়
তবুও জাগে আশা মনে তাদের বেঁচে থাকতে এই ভুবনে
কেনো মানুষ মানুষকে করে হত্যা?ধ্বংস ও নির্যাতন?
কেনোইবা মা-বোনদেরকে করে নষ্ট চলার পথে গোপনে।
আমরা মুসলিম একে অপরের ভাই ও বন্ধু জগতে
কেনো এই কথাটা কারো মাথায় ঢুকে না আজ
মানুষ মানুষকে করে তুচ্ছ,ও অবহেলা পথে-ঘাটে
আগুনে পুরে দিয়ে হয় শান্ত নরপশুরা বাস্তবেতে।
মানুষের এই তাণ্ডব যেনো পশুর মতোই রূপ নেয়
তবুও মহান মাওলা করেছেন মানবকে শ্রেষ্ঠ
ঐ দেখো চেঁয়ে কতোনা মা,বোন আছে না খেয়ে
তাদেরকে আমরা আজ দেখাইনা তবু মানবতা।
একদিন দিতে হবে আমাদেরকে পাপের হিসেব
সেদিন হয়তোবা প্রকাশিত হবে মানবের আসল রূপ-রেখা
চলো সবাই রুখে দাড়াই অন্যায়ের বিপক্ষে সাহস নিয়ে
আমাদের ভাই-বোন ও মা-বোনদেরকে করতে রক্ষা
একজন মানুষ হতে পারে অন্যের আপন ও প্রিয়
একথাই আমরা অন্যদেরকে বলবো ভালোবেসে
যদি পারি অসহায়দের সহায়তা করতে সামান্য
তবেই জীবন হবে ধন্য হবো মূল্যায়িত মাওলার কাছে।