কাতার প্রতিনিধিঃ কাতারে অনুষ্ঠিত হয়েগেলো ধানসিঁড়ি বিএনপির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো: আবু সাইদ। তিনি ৭৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল হক পেয়েছেন ৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শরিফুল হক সাজু ও সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আহমদ খোকন ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ভূঁইয়া পেয়েছেন ৫৮ ভোট। শুক্রবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা ভোট চলে। ১৬৫ জন ভোটারের মধ্যে কাতারে অবস্থান করা ১৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। রাত এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিক ও ভোটারদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সাথে ছিলেন কমিশনার জয়নাল আবেদিন ও ইঞ্জিনিয়ার মো: আলিম উদ্দিন। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
Discussion about this post